পেশাজীবীরাও সরকারের প্রতিপক্ষ : ফখরুল

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোই কেবল এ সরকারের প্রতিপক্ষ নয় বিভিন্ন পেশা শ্রেণীর মানুষও সরকারের প্রতিপক্ষ হয়ে পড়েছে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তিনি মাহমুদুর রহমান রিমান্ডের প্রতিবাদ ও মুক্তির দাবিতে নাগরিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।

প্রখ্যাত কলামিস্ট বুদ্ধিজীবী ফরহাদ মাজহারের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব ইঞ্জি. আ ন হ আক্তার হোসেন, বিএসইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ প্রমুখ।

ফখরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এ নির্যাতন নিপীড়নের ব্যাপারে আপনারা আর কতো নীরব থাকবেন। এ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আসুন আমরা একসঙ্গে লড়াই করি।’

তিনি বলেন, ‘ভিন্নমত প্রকাশের জন্য আজ আমার দেশ, ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মচারীরা আজ মানবেতর জীবনযাপন করছেন। এটা কি নির্যাতন নয়?’

এ নির্যাতনকে সম্মিলিত ভাবে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ