হোয়াটসঅ্যাপে আসছে অতি জরুরি এই সুবিধা
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: স্মার্টফোনে ভুল করে কারও কাছে অনাকাঙ্ক্ষিত কোনো বার্তা চলে গেলে বিব্রত হতে হয়। অনেক ক্ষেত্রে মানসম্মান নিয়েও টানাটানি পড়ে। আচ্ছা, এমন যদি হতো, ভুল করে পাঠানো সেই বার্তা আপনি চাইলেই ফেরত আনতে পারছেন! মানে, বার্তাটা যে স্মার্টফোনে গেছে, সেটা ওই ফোনের ব্যবহারকারীর অজান্তেই মুছে ফেলতে পারছেন! আর কয়েকটি দিন অপেক্ষার পর এই সুবিধা মিলতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে।
ফেসবুকের মালিকানাভুক্ত হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং-অ্যাপ। হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে গত বছরের ফেব্রুয়ারিতেই। বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ব্যবহারকারীদের মধ্যে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে শুধু চালু করার অপেক্ষা।
অত্যাধুনিক এবং যুগোপযোগী এ সুবিধাটির নাম ‘আনসেন্ড’ ফিচার। তথ্যপ্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্যাজেটস নাও’ জানিয়েছে, ফিচারটির এখন পরীক্ষামূলক কার্যক্রম চলছে। হোয়াটসঅ্যাপ বেটায় কী কী পরিবর্তন এল—তা অনুসরণ করা টুইটার অ্যাকাউন্ট ‘ওয়াবেটাইনফো’র তথ্যমতে, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে এখন ‘আনসেন্ড’ ফিচারের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফিচারটি নাকি নির্মাতাদের প্রত্যাশামতোই কাজ করছে, মানে অনাকাঙ্ক্ষিত খুদে বার্তা মুছে দিচ্ছে।
অনাকাঙ্ক্ষিত বার্তা মুছে ফেলার ব্যবস্থা রয়েছে ভাইবার, উইচ্যাট ও টেলিগ্রামের মতো অ্যাপসেও। তবে হোয়াটসঅ্যাপের নতুন এ ফিচারে অতিরিক্ত সুবিধাটি হলো, যে বার্তাটি আপনি ফিরিয়ে আনছেন, তা নোটিফিকেশন থেকেও মুছে যাবে এবং গ্রহীতা কোনো কিছুই টের পাবে না। শুধু তা-ই নয়, টেক্সট, জিআইএফ, ভিডিও, ছবি, এমনকি স্ট্যাটাস ফিডব্যাক পর্যন্তও পোস্ট করে তা মুছে ফেলা যাবে।
সম্প্রতি উইন্ডোজ ফোনে ‘আনসেন্ড’ ফিচার দেখা গেছে। ব্যবহারকারী বার্তা পাঠানোর পাঁচ মিনিটের মধ্যে তা মুছে ফেলার সুবিধা আছে এতে। ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ইউটিউবকেও একীভূত করার পরীক্ষাও করা হচ্ছে। আইওএস বেটা ভার্সনে চালানো এ পরীক্ষা সফল হলে সেই অ্যাপসে থেকেই দেখা যাবে ইউটিউবের নানা ভিডিও। এখন ইউটিউবের কোনো ভিডিওতে ক্লিক করলে আলাদা করে ইউটিউবের অ্যাপ খুলতে হয়। এখন হোয়াটসঅ্যাপে থেকেই ইউটিউবের ভিডিও দেখা যাবে।
তবে তার চেয়েও জরুরি হবে এই আনসেন্ড ফিচার। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের নতুন এ ফিচার ব্যবহারকারীর স্বাধীনতায় উন্মোচন করবে নতুন দিগন্ত। অনিচ্ছাকৃত কোনো বার্তা পাঠিয়ে বিড়ম্বনার সম্মুখীন হওয়া থেকে যেমন মুক্তি মিলবে, তেমনি থাকলে ভুল শোধরানোর সুযোগও। তবে বার্তা গ্রহীতা অনলাইনে থাকা অবস্থায় তাকে বার্তা দেখা থেকে বিরত করার সুযোগ নেই। গ্রহীতা সেই বার্তাটি পড়ে ফেললেও তা মুছে ফেলা যাবে।
সূত্র: গ্যাজেটস নাও।