ফের আকাশসীমা লঙ্ঘন করলো মিয়ানমার

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বাংলাদেশের আকাশসীমা ফের লঙ্ঘন করেছে মিয়ানমারের হেলিকপ্টার। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্র জানায়, মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও ১৪ তারিখে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। এরই প্রতিবাদ জানানো হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।

এর আগে, আগস্টের ২৭ ও ২৮ ও সেপ্টেম্বরের ১ তারিখে কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় একইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবিও জানায় বাংলাদেশ। তবে সে নির্দেশনা না মেনে আবারও সীমানা লঙ্ঘন করলো মিয়ানমার।গেল ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি সীমান্ত চৌকিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় রোহিঙ্গা দমন অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে নির্যাতিত হয়ে ৩ সপ্তাহে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা। জাতিসংঘ একে বড় ধরনের মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ