খ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক প্রার্থী ৩২ হাজার ৭৪৯ জন। প্রতি আসনে ১৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার ৬৬টি ও এর বাইরের চারটি কেন্দ্রে এ পরীক্ষা হবে। বাইরের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে হাজারীবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।
পরীক্ষায় মুঠোফোন বা টেলিযোগাযোগ করা যায়—এমন কোনো ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ