টেন্ডার নিয়ে খুনের প্রধান আসামি জামিনে মুক্ত

Ctg Tender Limonরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ রেলের দরপত্র নিয়ে সংঘর্ষে শিশুসহ দুজন নিহতের মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন জামিনে মুক্তি পেয়েছেন।

গ্রেপ্তারের দেড় মাস পর রোববার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহসম্পাদক লিমন।

তার সঙ্গে জামিনে ছাড়া পান আরো তিন আসামি। তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন ও ছাত্রলীগকর্মী শরিফ আহমেদ।

চট্টগ্রামের ডেপুটি জেলার নুর মোহাম্মদ সোহেল এবিসি নিউজ বিডিকে বলেন, উচ্চ আদালত থেকে নেয়া চারজনের জামিন আদেশ রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে কারাগারে এসে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে বিকালে তাদের মুক্তি দেয়া হয়।

গত ২৪ জুন দুপুরে নগরীর সিআরবি এলাকায় পূর্ব রেলের একটি দরপত্র জমা দেয়া নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের গোলাগুলিতে সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়।

সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন লিমন, অন্যপক্ষে নেতৃত্ব দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সদস্য হেলাল আকবর চৌধুরী।

এই ঘটনার পর পুলিশ বাদি হয়ে লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। আসামির তালিকায় ১ নম্বরে লিমনের নাম।

ওই মামলায় লিমনসহ ৫৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর লিমনকে বহিষ্কার করে ছাত্রলীগ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ