মেসির দাম জানাল সান্দ্রো

messi barcelonaস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টানা চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসি যে বিক্রির জন্য নয় তা আবারও জানিয়ে দিয়েছেন বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল। তার পরও যদি কোনো ক্লাব মেসিকে কিনতে আগ্রহ প্রকাশ করে, তবে দাম শুনেই তাদের ভড়কে যেতে হবে।

সান্দ্রো রোসেল জানিয়েছেন, মেসিকে নিতে করসহ দিতে হতে পারে ৫৮ কোটি ইউরো।

এই অঙ্ক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার ফিরও প্রায় ৭ গুণ বেশি।

মেসির দামের কথা তুললে কী হবে, রোসেল সাফ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা থেকে যে কেউই চাইলে চলে যেতে পারেন, কিন্তু আর্জেন্টিনার এই তারকাকে কোনো মূল্যেই ছাড়বেন না তিনি।

বার্সা সভাপতি জানান, সেস ফ্যাব্রেগাসকে বিক্রি না করার সিদ্ধান্ত তিনি আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন।

“সে বার্সাতেই থাকতে চায়। তাই আমি ইউনাইটেডের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে জানিয়েছি, সেস বিক্রির জন্য নয়।”

আর প্যারিস সেইন্ট-জার্মেইয়ের অনাগ্রহের কারণে রক্ষণভাগের খেলোয়াড় থিয়াগো সিলভাকে দলে টানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বার্সেলোনায় সদ্য যোগ দেয়া নেইমারের সাফল্যের জন্য সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন রোসেল।

“রোনালদিনিয়ো বার্সেলোনার ইতিহাস পাল্টে দিয়েছিলেন। নেইমারের তা আর করা লাগবে না। ক্লাবের বর্তমান সাফল্য বজায় রাখতে তার সাহায্য পাওয়া গেলেই চলবে। তবে নেইমারকে সময় দিতে হবে।”

BARCELONA neymarবার্সেলোনায় নেইমারের ভূমিকা কী হবে তাও পরিষ্কার করে দিয়েছেন রোসেল।

“নেইমার প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখতে সাহায্য করতে পারবেন যাতে মেসির পেছনে কম খেলোয়াড় লেগে থাকে। আগে যদি তার পেছনে চারজন লেগে থাকতো তবে এখন থাকবে তিনজন।”

নেইমারের উন্নতিতে মেসি অনেক ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন বার্সেলোনার এই হর্তাকর্তা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ