রক্তশূন্যতায় নেইমার
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ব্রাজিল তারকা নেইমার রক্তশূন্যতায় ভুগছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা স্বীকার করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে এটা তেমন কোনো সমস্যা নয় বলে জানিয়েছে তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসারেটা জানান, নেইমারের শরীরে লোহিত রক্তকণিকা কিছুটা কম।
লোহিত রক্ত কণিকার ঘাটতি থাকলে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়তে পারে।
সুবিসারেটা বলেন, “নেইমার খুব ভালো অবস্থায় বার্সেলোনায় এসেছে। খুব বেশি ফুটবলাকে মৌসুম শুরুর আগে নিখূত অবস্থায় পাওয়া যায় না।”
“আমরা তাকে (নেইমার) ঠিক অবস্থায় আনতে সাহায্য করে যাচ্ছি। এটা চিন্তার কোনো কারণ নয়।”
লা লিগা শুরুর বেশি বাকি নেই। তবে এর মধ্যেই নেইমার বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে মানিয়ে যাবেন বলে সুবিসারেটা আশা প্রকাশ করেন।
আগামী ১৮ অগাস্ট লেভান্তের বিপক্ষে খেলার মধ্য দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বার্সেলোনা।
গত জুনে সান্তোস থেকে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার।