রানা প্লাজার শ্রমিকদের বিক্ষোভে ফের লাঠিপেটা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভে দ্বিতীয় দিনের মতো লাঠিপেটা করেছে পুলিশ।
বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকালে ‘বিপ্লবী শ্রমিক কমিটি’র ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করে রানা প্লাজার আহত শ্রমিক এবং নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করলে অন্তত ১০ জন শ্রমিক আহত হন।
আহত শ্রমিক জুই আক্তার ও নীরা বেগমসহ বেশ কয়েকজন জানান, রানা প্লাজার আহত শ্রমিক এবং নিহত ও নিখোঁজদের প্রায় দুই শতাধিক স্বজন সকাল ১০টার দিকে ধসে পড়া ভবনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশ আটকে বিক্ষোভ শুরু করে।
এ সময় আগের দিন বিক্ষোভরতদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়েও নানা স্লোগান দেয়া হয়।
পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে উপজেলা চত্বরের দিকে রওনা হয়।মিছিলটি মহাসড়কের পাকিজা ডাইং লিমিটেড কারখানার সামনে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন বালা বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাদের সড়ক থেকে চলে যেতে বলা হয়। কিন্তু তারা না সরায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতেই লাঠিপেটা করা হয়।
এদিকে বিক্ষোভ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজা ধসে ১১৩২ জন শ্রমিক নিহত হয়। আহত হয় কয়েক হাজার মানুষ।