বাসের ছাদ থেকে নদীতে পড়ে ৪ জন নিখোঁজ

jamunasetuরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসের ছাদ থেকে যমুনা নদীতে পড়ে অন্তত চার যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে আরো চার জনকে।

সেতুর ট্রাফিক ম্যানেজার মোজাহিদ হোসেন বলেন, নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

ঈদের ঘরমুখো মানুষের চাপ আর যানজটের মধ্যেই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সেতুর পশ্চিমপাড় থানার ওসি আব্দুল হালিম এবিসি নিউজ বিডিকে জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি বাস বঙ্গবন্ধু সেতুর ৪ নম্বর পিলারের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সেতুর রেলিংয়ের সঙ্গে বাসটির ধাক্কা লাগে এবং আতঙ্কিত হয়ে যাত্রীরা নদী ও সেতুর ওপরে লাফিয়ে পড়েন।

ট্রাফিক ম্যানেজার মোজাহিদ বলেন, বাসে থাকা অন্য যাত্রীদের মাধ্যমে তারা জানতে পেরেছেন অন্তত ৯ জন যাত্রী বাস থেকে লাফিয়ে পড়েছেন।এদের মধ্যে তিন জনকে সেতুর ওপর থেকে এবং গোবিন্দগঞ্জের বাসিন্দা নায়েব আলীকে (৪০) নদী থেকে উদ্ধার করে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া রংপুরের বেলাল হোসেনসহ চার যাত্রীর খোঁজে স্পিডবোট ও নৌকার মাধ্যমে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে মোজাহিদ জানান।

ওসি জানান, এ ঘটনায় সকালে প্রায় ঘণ্টাখানেক সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ক্ষতিগ্রস্ত বাসটি অপসারণের পর সেটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ