নর্থ সাউথের শিক্ষক সিজারকে পাওয়া যাচ্ছে না
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে খিলগাঁও থানা। জিডি নম্বর ৪০৪।
মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন বলেন, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, গতকাল তিনি সমাজবিজ্ঞান অনুষদে খোঁজ নিয়ে জেনেছেন, মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তাঁর ফোন বন্ধ বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। তাঁর কী হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান বলেন, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের করা জিডির বরাত দিয়ে তিনি জানান, গতকাল বিকেলে বাসা থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছে।