উদ্বৃত্ত ৪ লাখ টন পিয়াজের সন্ধানে আজ থেকে শুরু হচ্ছে গোয়েন্দা অভিযান

Piazসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উদ্বৃত্ত ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজের সন্ধানে আজ বুধবার থেকে শুরু হচ্ছে গোয়েন্দা অভিযান। দেশের সাতটি বিভাগীয় শহরে একযোগে এ অভিযান শুরু হচ্ছে। স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রনালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বাংলাদেশে প্রতি বছর পিয়াজের চাহিদা রয়েছে ১৯ থেকে ২০ লাখ মেট্রিক টন। চলতি বছর বাংলাদেশে উৎপাদিত হয়েছে ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন পিয়াজ। এ ছাড়া চলতি বছরে ভারত থেকে আমদানী করা হয়েছে ৫ লাখ মেট্রিক টন পিয়াজ। সূত্র মতে, সব মিলিয়ে চলতি বছরে পিয়াজের চাহিদা মিটিয়ে ৪ লাখ মেট্রিক টনেরও বেশি পিয়াজ উদ্বৃত্ত থাকার কথা। এই হিসেব অনুযায়ী দেশে পিয়াজের কোন প্রকার সংকট হওয়ার কথাই নয়। অথচ এই উদ্বৃত্ত পিয়াজের এখন কোন হদিস মিলছে না। সরকারের শীর্ষ মহলের ধারণা, এক শ্রেনীর মজুদদাররা পিয়াজ মজুদ করে দেশে এর কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন।
গত রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেয়াজ আমদানিকারক, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, শীর্ষ ব্যবসায়িদের সঙ্গে বানিজ্য মন্ত্রনালয়ের বৈঠকের পর এমনই আভাস দিয়েছিলেন বানিজ্য সচিব মাহবুব হোসেন। তিনি মজুদদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করারও ইঙ্গিত দিয়েছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ পিয়াজের কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুদদারদের বিরুদ্ধে আজ বুধবার থেকে অভিযান শুরু কথা জানান। তিনি বলেন, দেশের সাতটি বিভাগীয় শহরে প্রথমিকভাবে এই অভিযান শুরু হবে। প্রাইমখবরকে তিনি আরো বলেন, ইতিমধ্যে বিভাগীয় শহর থেকে পিয়াজ মজুদদারদের একটি তালিকা আমাদের হতে এসেছে। এই তালিকা নিয়ে অভিযান শুরু হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ