অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ কদমতলা স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কদমতলা স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে ।
জানাগেছে, শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি ১৫৫০ টাকা হলেও আদায় করা হচ্ছে কয়েকগুন বেশী। এ নিয়ে অভিবাক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। সন্তানের উপর শিক্ষকরা নারাজ হবেন এ চিন্তা করে ক্ষুদ্ধ অভিবাবকরা মুখফুটে কিছু বলতে পারছেননা।

নাম প্রকাশে অনিচ্ছুক এ শিক্ষাপ্রতিষ্ঠানের এক অভিবাবক হতাশা প্রকাশ করে বলেন, আমি অনেক কষ্টে ছেলেটাকে এ পর্যন্ত এনেছি। ফরম ফিলাপের এতো টাকা জোগাড় করতে পারছিনা। তাই অন্যের কাছ থেকে ধার দেনা করতে হচ্ছে। তা না হলে ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে।
আরেক অভিবাবক জানান, সরকার যেখানে ফ্রি পড়ার সুযোগ করে দিচ্ছে সেখানে বিদ্যালয় গুলোর এরকম সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি এক বিষয়ে ফেল করার কারনে আমার ছেলের ফরম ফিলাপে ৪৫০০ টাকা দিতে হয়েছে। কিন্তু আমাদের বলার জায়গাটাও বন্ধ।

এ ব্যাপারে পূর্ব বাসাবো কদমতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল আলম সজন বলেন, আমরা কোন ধরনের বেশি ফি নিচ্ছি না। ফরম পূরন বাবধ দুই হাজার টাকা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষা বোর্ড আমাদের ১৫শ’ ৫০ টাকা নির্ধারন করে দিয়েছে তবে যারা ফরম পূরনে শিক্ষার্থীদের সহযোগীতা করছে তাদের জন্য ৪৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
সাইফুল আলম সজন বলেন, বাকি দুই হাজার টাকা মডেল টেস্ট ও বিশেষ ক্লাস এর জন্য নেয়া হচ্ছে।
তার এ কথার সঙ্গে বাস্তবতার কোন মিল পাওয়া যায়নি অনুসন্ধানে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ