নাফিসের দন্ড মওকুফের সুযোগ আছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতের বাংলাদেশী যুবক কাজী রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে দেওয়া ৩০ বছরের কারাদন্ড মওকুফের এখনও সুযোগ রয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মঈন চৌধুরীর জানান, নাফিসের সামনে এখন তিনটি পথ খোলা আছে। প্রথমত- নাফিস যদি মনে করেন দন্ড প্রদানের সময় ফেডারেল গাইডলাইন যথাযথ অনুসরণ করা হয়নি, সে ক্ষেত্রে তিনি দন্ড কমানোর জন্য উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত- নাফিসের ব্যাপারে অনুকম্পা দেখানোর জন্য বাংলাদেশ সরকার মার্কিন সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপে যেতে পারে। আর তৃতীয়ত- ইতিবাচক আচরণের কারণে চুড়ান্ত পর্যায়ে নাফিসের কারাবাসের সময় ১০ থেকে ১৫ শতাংশ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ ধরনের স্পর্শকাতর মামলায় কারাবাসের মেয়াদ সহজে কমে না। নাফিস মনে করলে ৩০ দিনের মধ্যে দন্ড কমানোর জন্য আপিল করতে পারবেন।
গতকাল ব্রুকলিনের ফেডারেল আদালত রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে ৩০ বছরের কারাদন্ডের আদেশ দেন। ২২ বছর বয়সী নাফিস নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মার্কিন গোয়েন্দাদের পাতা ফাঁদে নাফিস তাঁর পরিকল্পনা বাস্তবানেরও উদ্যোগ নেন। সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে বিচারের একপর্যায়ে আদালতে তিনি অপরাধ স্বীকার করেন।
দন্ড ঘোষণার পর আদালত নিযুক্ত আইনজীবী হেইডি সিজার নাসিফের সঙ্গে একান্তে কথা বলেছেন। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা সংবাদমাধ্যমে জানাতে অস্বীকার করেন আইনজীবী হেইডি। নাফিস বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি। দন্ড কমানোর দাবি জানিয়ে নাফিস উচ্চ অদালতে যাবেন কি না, তা জানা যায়নি।