প্রণবের হোটেলে বোমা বিস্ফোরন!
ঢাকা: রাজধানীর পাঁচতারা হোটেল সোনারগাঁও এর সামনের প্রধান সড়কে আজ সোমবার দুপুরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ হোটেলেই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী অবস্থান করছেন। তবে এ সময় তিনি হোটেলে ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিস্ফোরনে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের সামনের প্রধান সড়কে সার্ক ফোয়ারা মোড়ে দুপুর দুইটার দিকে ককটেলটি বিস্ফোরিত হয়।
তারা জানায়, বাইকে চেপে এসে দু’জন দুষ্কৃতি ওই হোটেলের সামনে কম শক্তিশালী ককটেল ছুঁড়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই সেখানে র্যাব-পুলিশের শতাধিক সদস্য উপস্থিত হন। তারা পুরো এলাকা ঘিরে ফেলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানায়, ভারতীয় রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করতেই এ বোমা বিস্ফোরণ করা হয়েছে।
কারা ককটেল বিস্ফোরনের সাথে জড়িত রয়েছে এ ব্যাপারে প্রশ্ন করলে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জামায়াতে ইসলামীকে সন্দেহ করা হচ্ছে।
হোটেল কতৃপক্ষ জানায়, বোমা বিস্ফোরনের ঘটনায় হোটেলে অবস্তানরত অন্যান্য অতিথীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে ভারতীয় হাইকমিশন কোন বক্তব্য দেয়নি।