ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি ৪ টাকা কমানো হয়েছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের ক্ষুদ্র কৃষকের উন্নয়নে ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি ৪ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এতথ্য জানান। কৃষি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. এস এম নাজমূল ইসলামসহ সার বিতরণ সেলের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্বাবধানে এই সারের বর্তমান মূল্য কেজি প্রতি ২০ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। এজন্য সরকারকে প্রতি বছর ৬৮০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।