মুম্বাইয়ের সাংবাদিক ধর্ষণকারী বাংলাদেশে পালাতে চেয়েছিল
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মুম্বাইয়ে সাংবাদিক ধর্ষণকারী একজন বাংলাদেশে পালানোর পথ খুঁজছিল বলে দাবি করেছে ভারতের পুলিশ। ওই ধর্ষণে জড়িত থাকার অভিযোগে সালিম আনসারিকে (২৭) রোববার নয়া দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে মুম্বাইয়ের আদালতে হাজির করার কথা।
আলোচিত এই ঘটনার তদন্ত কর্মকর্তাকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, সালিম শুক্রবার ট্রেনে চেপে মুম্বাই থেকে দিল্লি পালিয়ে যান।
“বিহার হয়ে বাংলাদেশে পালাতে চেয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু তার আগেই ধরা পড়েন।”
গত বৃহস্পতিবার পেশাগত কাজে এক ছেলেবন্ধুসহ মুম্বাইয়ের একটি পরিত্যক্ত কাপড়ের মিলে গিয়ে ধর্ষণের শিকার হন একটি ইংরেজি সাময়িকীতে কাজ করা ২২ বছর বয়সী ওই তরুণী।
কয়েক মাস আগে দিল্লিতে বাসে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর এই ঘটনায় ভারতজুড়ে তোলপাড় চলছে।
সাংবাদিক ধর্ষণে জড়িত পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সবশেষে গ্রেপ্তার হলেন সালিম।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যাবন ইতোমধ্যে এই ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।
সলিম গ্রেপ্তারের পর ওই সাংবাদিকের পরিবার সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা আশা করছে, দ্রুত বিচারের আশ্বাস বাস্তবায়িত হবে।