প্রতিপক্ষ’ র সম্মাননায় পুলিশ সুপার হারুন আর রশীদ সহ আরো ৬ গুনীজন:
প্রতিবেদক, এবিসিনিউজ বিডি, ঢাকা: ”মুক্তিযোদ্ধা সাংবাদিক ও গুণীজন সম্মাননা ২০১৭” পেয়েছেন ৫জন বীর মুক্তিযোদ্ধা এবং গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশীদ সহ আরো ৬গুনীজন।
১৩ ডিসেম্বর (বুধবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে প্রতিপক্ষ’র ২৫বছর পূর্তি উৎসব, ‘মুক্তিযোদ্ধা সাংবাদিক ও গুণীজন সম্মাননা-২০১৭’ শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধা সাংবাদিক ও ছয়জন গুণীজনকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত পাঁচ বীর মুক্তিযোদ্ধারা সাংবাদিকরা হলেন, কামাল লোহানী শব্দ সৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, হারুন হাবীব রণাঙ্গন সংবাদদাতা সদস্য সচিব সেক্টর কমান্ডার ফোরাম, আজিজুল ইসলাম ভূঁইয়া সম্পাদক বাংলাদেশ নিউজ, কার্তিক চ্যাটার্জী কোষাধ্যক্ষ জাতীয় প্রেসক্লাব ও তপন চক্রবর্তী সভাপতি ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লি.।
গুণীজন সম্মাননা পেয়েছেন অধ্যাপিকা পান্না কায়সার, সাহিত্যিক ও শিশু সংগঠন রফিকুল আলম উপ-ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী ব্যাংক লি., আব্দুল মান্নান উপ-ব্যবস্থাপনা পরিচালক আলফা রেটিং, মো. হারুন অর রশীদ পুলিশ সুপার গাজিপুর, বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী সাবেক জেল সুপার ঢাকা কেন্দ্রীয় কারাগার, মো. সাজেদুর রহমান মহাব্যবস্থাপক জনতা ব্যাংক লি.।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
প্রতিপক্ষ`র প্রধান সম্পাদক এম এ খান আমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশে নিউজ এর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, মনজুরুল আহসান বুলবুল সভাপতি বিএফইউজে-বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ওমর ফারুক, মহাসচিব বিএফইউজে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শাবান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।