চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্লেঅফের বাধা পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে পৌঁছেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ইউরোপের সেরা ক্লাবগুলোর প্রতিযোগিতায় প্লে-অফ থেকে তাদের সঙ্গী শালকে০৪, বাসেল, স্টাওয়া বুকুরেশ্ট ও অস্ট্রিয়া ভিন।
প্রথম লেগে ফেনারবাচেকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে এক পা দিয়েই রেখেছিল আর্সেনাল। মঙ্গলবার নিজেদের মাঠে তুরস্কের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে তারা।
এমিরেটস স্টেডিয়ামে ২৫ ও ৭২ মিনিটে দুটি গোলই করেছেন অ্যারন রামজে।
প্রথম লেগে বুলগেরিয়ার লুডোগরেতস রাজগ্রাদকে ৪-২ গোলে হারানো সুইজারল্যান্ডের চ্যাম্পিয়ন বাসেল দ্বিতীয় লেগে জিতেছে ২-০ গোলে।
পোল্যান্ডের লেজিয়া ভারশাভার সঙ্গে ২-২ গোলে ড্র করেও শেষ ৩২ এর টিকেট পেয়েছে রোমানিয়ার স্টাওয়া বুকুরেশ্ট। নিজেদের মাঠে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল তারা। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবিধা নিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছেছে তারা।
প্রথম লেগে গ্রিসের পায়োকের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় লেগের ৩-২ গোলে জিতেছে শালকে ০৪.
ফলে জার্মানি থেকে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডদের সঙ্গী হলো তারা।
প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলের জয়ের পরও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রেয়েশিয়ার দিনামো জাগরেভকে। প্রথম লেগের ২-০ গোলের জয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় তাদের হতাশায় পুড়িয়ে চূড়ান্ত পর্বে পৌঁছেছে অস্ট্রিয়া ভিন।