আরেকটিবার নৌকায় ভোট চাই

PM sheikh hasina নৌকায় ভোট চাই শেখ হাসিনারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বর্তমান সরকারের উন্নয়ন কর্মর্কাণ্ডের ধারাবাহিকতা রক্ষার জন্য আরেকবার নৌকায় ভোট দেয়ার জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

দশম জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি বলেন, “আরেকটিবার নৌকা মাকর্যায় ভোট চাই, যাতে উন্নয়ন অব্যাহত থাকে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার ঘটনা স্মরণ করে আবেগ আপ্লুত কণ্ঠে বঙ্গবন্ধুর মেয়ে হাসিনা বলেন, “পরিবারের সকাইকে হারিয়েছি। আমার চাওয়া পাওয়ার আর কিছু নাই। বাবার মতো একটাই আমার লক্ষ্য, বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়ে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই।”

এজন্য যদি বাবার মতো ‘বুকের রক্ত দিতে হয়’, তা দিয়েও মানুষের অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকারের কথা জানান শেখ হাসিনা।

গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপুল সমর্থনের কথা স্মরণ করে সমাবেশে উপস্থিত নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপানারা যে সহযোগিতা করছেন, তা চিরদিন মনে থাকবে।”

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই জনসভা শুরু হয়। জনসভায় যোগ দিতে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উদ্যানে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, মো. নাসিম, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ফজলে নূর তাপস জনসভায় বক্তব্য দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ