বাংলাদেশিদের দ্রুত সিরিয়া ত্যাগের পরামর্শ

syria সিরিয়ানিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সিরিয়ার চলমান সঙ্কটে বাংলাদেশি নাগরিকদের দ্রুত সেদেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সঙ্কটাপন্ন সিরিয়া বিষয়ে অবস্থান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সব আন্তর্জাতিক দ্বন্দ্বের সুষ্ঠু সমাধান চায় বাংলাদেশ।”

বেসামরিক লোকজনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে সিরিয়া সঙ্কটের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

একই সঙ্গে ‘যেকোনো পরিস্থিতিতে যে কারো দ্বারা রাসায়নিক অস্ত্রের ব্যবহারের’ তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় সংষর্ষ দ্রুত বন্ধসহ সিরিয়া সঙ্কট সমাধানে জাতিসংঘের কেন্দ্রিকতার উপর জোর দিতে চায় বাংলাদেশ। একই সঙ্গে সিরিয়ার ভেতরে ও বাইরে বেসামরিক মানুষের দুর্দশা দূর করতে চায় বাংলাদেশ।

“বাংলাদেশ বিশ্বাস করে, সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে সিরিয়া সঙ্কটের সমাধানের মাধ্যমে সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে সিরিয়াকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশে পরিণত করার সিরিয়াবাসীর আকাঙ্ক্ষাকে পূরণ করবে।”

তবে সিরিয়ায় কতজন বাংলাদেশি রয়েছে তা এখনো অজানা যায়নি।

সিরিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস নেই। জর্ডানের দূতাবাস থেকে সিরিয়ার বিষয়গুলো দেখাশুনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রলায়ের মুখপাত্র এম শামীম আহসান এবিসি নিউজ বিডিকে বলেন, গত বছর সিরিয়ায় ৫০ জন বাংলাদেশি ছিলেন।

তার ধারণা, এখন সেটা ১০ বা ১৫ হতে পারে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ