প্রধানমন্ত্রী বিধি ভাঙছেন: ফখরুল

fakhrul-460সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিভিন্ন স্থানে ‘সরকারি খরচে’ জনসভায় ‘ভোটের প্রচার’ চালিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার পরও সরকার ক্ষমতায় থাকার ‘চক্রান্ত’ করছে বলেও তিনি অভিযোগ করেছেন।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের বিধি-বিধান লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে আচরণ বিধি লঙ্ঘন।

“এ থেকে প্রমাণ হয়, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।  কারণ তারা নির্বাচনের আগেই বিধি-বিধান লঙ্ঘন করতে শুরু করেছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক দিনে ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আয়োজিত জনসভায় অংশ নেন এবং বর্তমান সরকারে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

সম্প্রতি আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বাসায় ক্ষমতাসীন দলের নীতিনির্ধারক পর্যায়ের বৈঠকের খবর প্রসঙ্গে ফখরুল বলেন, “সংসদের মেয়াদ শেষ হওয়ার পর কি হবে- এ নিয়ে বর্তমান সংবিধানে অস্পষ্টতা রেখে দেয়া হয়েছে। মেয়াদের পর আরও তিন মাস কীভাবে ক্ষমতায় থাকা যায়, তা নিয়ে সরকার নানারকম চক্রান্ত শুরু করেছে।”

সংসদের মেয়াদ শেষ হওয়ার পরও সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করলে জনগণ তা ‘প্রতিহত করবে’ বলে হুঁশিয়ার করেন ফখরুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, বর্তমান সংসদ চলবে চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত।

এরপর ২৪ অগাস্টের মধ্যে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, যা নিয়ে আপত্তি জানিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি।

দেশ ‘সংকটময়’ সময় পার করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “দেশে একটি স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে। নির্দলীয় সরকারের বিধান সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করে দিয়েছে তারা। জনগণের মতামতকে সরকার তোয়াক্কা করছে না।’’

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে ‘প্রাতিষ্ঠানিকতা’ দিয়েছিলেন দাবি করে বিএনপি মুখপাত্র বলেন, “তার নেতৃত্বে বাংলাদেশ একদলীয় শাসনের অন্ধকার থেকে বহুদলীয় গণতন্ত্রের আলোর পথে এসেছে। উন্নয়নের অগ্রযাত্রার সোপানে পৌঁছেছে।

“দেশনেত্রী খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছে। আজ সেই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। আজ আমাদের শপথ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।’’

১৯৭৫ সালের ১৫ অগাস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমানের সময় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা পায়। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান।

এর আগে ওই বছরের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়, পরে যা বিএনপিতে একীভূত হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ