যশোর রোডের মহিরুহ
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: ২০১৭ সালে একবার যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক উন্নয়নের জন্য দুই পাশের বিভিন্ন প্রজাতির ২ হাজার ৩১২টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু বিভিন্ন মহল থেকে জোরালো আপত্তির কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। ৬ জানুয়ারি যশোর-বেনাপোল মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য সড়কের দুই পাশের গাছগুলো কাটতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এবারও বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা করা হচ্ছে। সর্বশেষ এক রিটের পরিপেক্ষিতে বৃহস্পতিবার শতবর্ষী এই গাছগুলো কাটার ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট।