প্রধানমন্ত্রী এখনও সচিবালয়ে কর্মব্যাস্ত
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মেয়াদের শেষ দিকে এসে সচিবালয়ে রেকর্ড সময় দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে ক্ষমতা গ্রহনের পর পূর্বের ১২টি সচিব সভায় অংশ গ্রহন করলেও সোমবারের সচিব সভায় বেশি সময় অতিবাহিত করছেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকে অংশ গ্রহন শেষে সচিব সভায় অংশ গ্রহন করেন তিনি।
সূত্র জানায়, সকাল ১০ টায় মন্ত্রিসভার বৈঠকে যোগদিতে সচিবালয়ে আসেন। দুপুর ১ টা পর্যন্ত বৈঠকে সভাপতিত্ব করেন। এর কিছু সময় পর মধ্যাহ্ন বিরতি দিয়ে আবার শুরু হয় সচিব সভা। এই প্রতিবেদন লেখা সময় বিকেল পাঁচটায়ও ওই সভাটি চলছিল।
সূত্র জানায়,মহাজোট সরকারের প্রধানমন্ত্রী হবার পর আজকেই তিনি সবচেয়ে বেশি সময় অতিবাহিত করছেন সচিবালয়ে। সচিব সভায় নিয়মিত কোনো আলোচ্যসূচী না থাকলেও আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা চলছে বলে জানা গেছে।
সূত্র জানায়,সবকিছু ঠিক থাকলে আজকের বৈঠকটিই এ সরকারের মেয়দের সর্বশেষ সচিব সভা। এদিকে দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে বেলা ৩ টার দিকে সচিব সভা পরবর্তী সংবাদ সম্মেলন হবার কথা থাকলেও এখনো পর্যন্ত সেটি শুরু হয়নি।