দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ

উপ-সম্পাদকীয় , এবিসিনিউজবিডি,ঢাকা:

রক্তক্ষয়ী মুক্তির আন্দোলনে জন্ম নেয়া একটি দেশ ‍”বাংলাদেশ”। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশটি এখন মধ্য আয়ের দেশ। ভাবতেই ভালো লাগে। হামাগুড়ি দিয়ে দেশটি এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।

এক সময় ছিলো যখন, ছোট্ট কোনো উন্নয়ন কর্মকান্ডের জন্য হলেও আমরা তাকিয়ে থাকতাম বিশ্বের সাহায্যের দিকে। সেই হাত পাতা ধারা আমরা ভাঙ্গতে শিখেছি। নিজের স্বক্ষমতা দিয়ে গড়েছি স্বপ্নের পদ্মাসেতু।

বলা হয়, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশরত্ন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পেরেছেন এবং পারে। ধন্যবাদ তোমাকে জননেত্রী। তাকে নিয়ে গর্ব করি।

বলি,
“উন্নয়নের মহাসড়কে চলা এক দেশ
শেখ হাসিনার বাংলাদেশ”

 

বৃহৎ পরিসরের এই উন্নয়নের চাকাকে গতিশীল করতে ছাত্রসমাজের ভূমিকা অগ্রগন্য। কারণ শেখ হাসিনার হাতকে শক্তিশালি করেছে যারা তারাই একসময় ছিলেন রাজপথ কাপানো ছাত্রলীগ নেতা। বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার অনন্য সহযোগী সংগঠন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মনোনিবেশ ধারণ করে।

 

ইতিহাস থেকে শিক্ষা লাভ করে দেশপ্রেমে উদ্ভূদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সচেতন ছাত্ররা রাজনীতি করতে এসে তার নেতৃত্বের পদাঙ্ক অনুসরণ করে।

 

ছাত্রলীগ প্রতিটি কর্মীই দেশপ্রেমিক হিসেবে, বঙ্গবন্ধু প্রেমিক, দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। এক্ষেত্রে সাধারন জনগন যাই মনঃপুত করুক না কেন ছাত্রলীগ কর্মীদের মধ্যে নিজস্ব আত্নবিশ্বাস থাকে ঐ একটাই। বিগত ও বর্তমান দিনের রাজপথের কর্মী হিসেবে প্রায় প্রতিটি কর্মীর চোখের ভাষা দেখে তা উপলদ্ধি করছি।

 

আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে যতটা না চলাচল করে ছাত্রলীগ তার চেয়ে বেশি চলাচল করে ছাত্রলীগের নিজস্ব ধারায়- এ ধারা দেশরত্ন শেখ হাসিনার কর্মী হয়ে তার লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের অংশীদার হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং আগামী প্রজন্মের প্রতি অনন্যসাধারণ দ্বায়িত্বশীলতা প্রতিটি ছাত্রলীগকর্মীর উৎসাহ ও উদ্দীপনা যোগায়।একজন ছাত্রলীগ কর্মীর একমাত্র আস্থা ও ভরসা দেশরত্ন শেখ হাসিনা, দেশপ্রেম তার শিহরণের খোরাক, বঙ্গবন্ধু তার আদর্শ আর দেশের উন্নয়ন তাদের বাসনা। উন্নয়নের চাকাকে গতিশীল করতে ছাত্রলীগ যেকোন বাধাকে অতিক্রম করতে ঝাপিয়ে পড়ে। বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরী। তাই যেকোন উদ্ভূত বাধা মোকাবিলায় রাজপথে সদা সজাগ থাকে ছাত্রলীগ কর্মীরাই।

 

সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।দেশের উন্নয়নের চাকাকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের গুরুদ্বায়িত্ব হলো দেশরত্ন শেখ হাসিনাকে বিজয়মাল্য উপহার দিতে অগ্রণী ভূমিকা পালন করা।তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তোলে ধরতে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী মনে করে অতীতের যেকোন সময়ের তুলনায় তাদের উপর অর্পিত দ্বায়িত্ব অনেক বেশি এবং সে দ্বায়িত্ব কাঁধে নিতে বাংলাদেশ ছাত্রলীগ নিঃসন্দেহে গর্ববোধ করতেই পারে।

রাশিদ শাহরিয়ার উদয়
সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ