মাগুরা ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৮ জনের মৃত্যু
প্রতিনিধি, এবিসিনিউজ বিডি (২৯ এপ্রিল ২০১৮)
সিরাজগঞ্জ ও মাগুরা : দেশের সিরাজগঞ্জ ও মাগুরা জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বজ্রপাতে এই জেলায় বাবা-ছেলেসহ নিহত হয়েছেন ৫ জন।
২৯ এপ্রিল (২০১৮) রবিবার সকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের এদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমাদেও মাগুরা প্রতিনিধি জানান, জেলা সদর আক্কুর পাড়া ও রায়গ্রাম এবং শালিখা উপজেলার বুনাগাতী গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন অক্কুর পাড়ার ভ্যানচালক শামীম, বন্ঢুগ্রামের আব্দুর রশিদেও ছেলে আলম ও জয়পুরহাটের মনপুরা এলাকার আলম মিয়ার ছেলে মেহেদী।
মাগুরা সদর থানার এসআই আশ্রাফ হোসেন জানান, ঝড়-বৃষ্টির সময় ভ্যানচালক শামীম মাগুরা থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। আর মাগুরা থেকে বাড়ি ফেরার পথে রায়গ্রামে বজ্রপাতে শিকার হন আলম।
অন্যদিকে শালিখার বুনাগাতী এলাকায় মোবাইল ফোন টাওয়ারে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন মেহেদী।
তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান মাগুরা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষিত পাল।