সংসদের ২৫ আসনের সীমানা পরিবর্তন

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের ২৫টির সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এছাড়াও ৩৮ সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৩০ এপ্রিল (সোমবার) কমিশন সভার পর এ সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, সংসদীয় সীমানার আপত্তির বিষয়ে শুনানি শুরু ২১ এপ্রিল। এ বিষয়ে আপত্তি জানিয়ে ৪ শতাধিক আবেদন জমা পড়েছে। এসবের অর্ধেক আসনেই ভোটার সংখ্যায় ভারসাম্য নেই।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৩০ এপ্রিল (সোমবার) কমিশন সভার পর এ সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ৩০০ আসনের সীমানা গেজেট আকারে প্রকাশের জন্য চূড়ান্ত করা হয়েছে। ২৭৫টি আসনের ক্ষেত্রে দশম সংসদের সীমানাই বহাল থাকছে। বাকি ২৫টি আসনে পরিবর্তিত সীমানায় ভোট হবে।

গত ১৪ মার্চ পুননির্ধারিত সীমানার খসড়ায় ৪০ আসনে পরিবর্তনের প্রস্তাব করে বাকি ২৬০টি আসনে দশম সংসদের সীমানা বহাল রাখার কথা বলা হয়। কিন্তু এরপর ৬০টি আসনের বিষয়ে আপত্তি বা আবেদন আসে।

গত ২১ থেকে ২৫ এপ্রিল এসব আপত্তির ওপর শুনানি শেষে ৬০টি আসনের মধ্যে ৩৫টির আপিল মঞ্জুর করে ইসি। ফলে সেসব আসনে দশম সংসদের সীমানাই বহাল থাকছে। বাকি ২৫টির আবেদন না মঞ্জুর হওয়ায় সেখানে পরিবর্তন আসছে।

৩০ এপ্রিল ২০১৮

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ