খুলনা-গাজীপুরের পুলিশ প্রধানের কার্যক্রমে ‘নজর রাখবে’ ইসি

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ,
ঢাকা : খুলনা মহানগরের পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পক্ষপাতিত্ব করছেন কি না সে বিষয়ে নজরদারি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
পক্ষপাতিত্বের অভিযোগে খুলনা ও গাজীপুরের এই দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানায় বিএনপি। ৩ মে (বৃহস্পতিবার) এ বিষয়ে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিএনপির সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তাদের দুটো ইস্যু মেইন। বিএনপির ভাষায় দলীয় কর্মীদেও গ্রেপ্তার করা হচ্ছে, আর খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপি-দুই কর্মকর্তার বদলি করলে ভালো হয় বলেছে।’
এ বিষয়ে সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশনারদের মতামত নিতে হবে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘এ বিষয়টি নিয়ে আলোচনা করা অল্প সময়ে যুঙ্গিসঙ্গত হলে করব। আর সব কমিশনাররা যদি বলে বদলি করার দরকার নেই, তাহলে করব না।’ তবে ওই কর্মকর্তার ওপর ‘নজরদারি’ করা হবে বলে জানান তিনি। সিইসি বলেন, ‘আরও দেখি। খোঁজ নিয়ে দেখি, খতিয়ে দেখব অভিযোগ সত্য কি না।’
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- মঈন খান ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।
ঢাকা : ৩ মে ২০১৮ইং।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ