প্রশ্ন ফাঁসে পুনরায় পরীক্ষা নয়
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ,
ঢাকা : সম্প্রতি এসএসসি পরীক্ষায় ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে শুধু এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) অংশের ‘খ’ সেট প্রশ্ন ফাঁস হয়েছে। তবে সৃজনশীল অংশের প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য গঠিত কমিটির প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। তবে কমিটি ২০ লাখ পরীক্ষার্থীর ভোগান্তির কথা চিন্তা করে পুনরায় পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে।
৩ মে (বৃহস্পতিবার) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রতিবেদনের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে লিখিতভাবেও প্রতিবেদনের তথ্য সাংবাদিকদেও দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমের ক্লোজ গ্রুুপে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। এই গ্রুপের মাধ্যমে বড় জোর চার থেকে পাঁচ হাজার পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আগ মুহূর্তে প্রশ্ন পেয়ে থাকতে পারে। এই জন্য কমিটি ২০ লাখ পরীক্ষার্থীর ভোগান্তির কথা চিন্তা করে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা না নেওয়ার সুপারিশ করে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০ লাখ ছেলে-মেয়েকে আবার পরীক্ষা নিয়ে বিড়ম্বনায় ফেলতে চাই না।’
ঢাকা : ৩ মে ২০১৮ইং।