পাহাড়ে ৬ হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি

রাঙামাটি প্রতিনিধি, এবিসিনিউজ,
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা শক্তিমান চাকমাকে হত্যা ও তার অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে আরও পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় এখনও কোন মামলা হয়নি। ৪ মে ২০১৮ (শুক্রবার) শক্তিমানের শেষকৃত্যের পথে গাড়িতে গুলি করে ৫ জনকে হত্যা করা হয়।
নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান, ৫ মে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুই ঘটনায়ই কেউ মামলা করেনি।
তিনি বলেন, ‘ঘটনার ভিক্টিমদের পরিবারের সঙ্গে আলাপ করে মামলা দায়েরের অনুরোধ করেছি। তারা একবার মামলা করবে বলে, আবার পিছিয়ে যাচ্ছে। তবে তিনি বলেন, ‘তারা যদি আজকের মধ্যে মামলা না করে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পুলিশ বাদী হয়েই মামলা করা হবে।’ দুইদিনে ছয় জনকে হত্যার পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।
৩ মে ২০১৮ (বৃহস্পতিবার) রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) সহসভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এসময় গুলিবিদ্ধ হয় অন্তত আটজন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ