তনু হত্যার তদন্ত প্রতিবেদন শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজ,
ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লার মেধাবী কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তদন্ত প্রতিবেদন ‘শিগগির’ প্রকাশ করা হবে।
দুই বছর আগের আলোচিত এই হত্যাকান্ডে এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে ৫ মে (শনিবার) আশুলিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তনু হত্যাকান্ডের ঘটনাটি উচ্চপর্যায়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন শিগগির আলোর মুখ দেখবে।’
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি ঝোঁপ থেকে তনুর (১৯) লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাট্যকর্মী ছিলেন। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।
এই হত্যাকান্ডে জড়িতদেও গ্রেপ্তার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়। সেনানিবাসের মতো সুরক্ষিত জায়গায় কীভাবে এই হত্যাকান্ড ঘটল তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। থানা পুলিশ হয়ে সিআইডি এর তদন্ত করে।