ভয়েই গাজীপুরের নির্বাচন বন্ধ করিয়েছে সরকার: ফখরুল
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজ,
ঢাকা : নিশ্চিত পরাজয় জেনেই আদালতের মাধ্যমে গাজীপুরের নির্বাচন বন্ধ করিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ মে ২০১৮ (রবিবার) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে ফখরুল বলেন, সরকা জেনেশুনেই নির্বাচনে এসেছিল। কিন্তু ভরাডুবি দেখে বন্ধ করে দিল। আদালতে যিনি পিটিশন দিয়েছেন তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা বলেও তিনি জানান।
ফকরুল বলেন, পুলিশের অত্যাচার নির্যাতন গ্রেফতারের পরেও গাজীপুরের নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। এটা দেখে ভয় পেয়েই নির্বাচন বন্ধ করেছে। এটা নি:সন্দেহে আমাদের বড় বিজয়।
এই নির্বাচন বন্ধ করে সরকার জনগণকে ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করলো উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন কীভাবে জাতীয় নির্বাচন করবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।