যৌতুক নিরোধ আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন মন্ত্রিসভার
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি (৭ মে ২০১৮),
ঢাকা : যৌতুক নিরোধ আইন, ২০১৮’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে নতুন খসড়ায় যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে কারাদন্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৭ মে (সোমবার) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘যৌতুক নিরোধ আইন, ২০১৮’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘খসড়া আইনে নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।’ যৌতুক নিয়ে মিথ্যা মামলার জন্য আইনে এত দিন কোনো জেল বা জরিমানার বিধান ছিল না।
মোহাম্মদ শফিউল আলম জানান, আগের অর্ডিনেন্সে যৌতুক দাবি, প্রদান ও গ্রহণের শাস্তি ছিল এক থেকে ৫ বছরের কারাদন্ড বা জরিমানা।