পিয়াঁজের মূল্য নিয়ন্ত্রণে আড়তে অভিযান
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি (৭ মে ২০১৮),
ঢাকা : রোজার আগেই বেড়েছে পিয়াঁজের দাম। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। তাই পিয়াঁজের দাম নিয়ন্ত্রণে এবার রাজধানীর পিয়াঁজের পাইকারি বাজার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
৭ মে (সোমবার) পুরান ঢাকার শ্যামবাজরে পিয়াঁজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এখন থেকে পাইকারি বাজাওে পেয়াঁজ কত টাকা দরে বিক্রি হলো তা বস্তার গায়ে লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
বাজারের ব্যবসায়ীদের ডেকে এ বিষয়ে সতর্ক করা হয় যেন তারা ভোক্তা অধিকার ক্ষুন্ন না করেন। যারা অনৈতিকভাবে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে অধিদফতর।
অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় সঙ্গে ছিলেন অধিদফতরের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউস।
বাজার অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১’র সদস্যরা।