রাজীবের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেধাবী ছাত্র রাজীব হোসেনের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ক্ষতিপূরণ হিসেবে রাজীবের পরিবারকে এই টাকা পরিশোধ করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও বেসরকারি পরিবহন কোম্পানি স্বজন পরিবহন।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৮ মে ২০১৮ (মঙ্গলবার) এই আদেশ দেন।

বেপরোয়া দুই বাসের ফাঁকে আটকে পড়ে রাজীব হোসেনের ডান হাত। বাসের চাপে বিচ্ছিন্ন হয়ে যায় হাতটি। বিআরটিসি ও স্বজন পরিবহনকে ৫০ লাখ করে টাকা দিতে হবে। আগামী এক মাসের মধ্যে অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত আদেশ দেওয়ার সময় রাজীবের ছোট দুই ভাই ও এক খালা সেখানে উপস্থিত ছিলেন।
গত ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে এক হাত হারান রাজীব। এরপর তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাত হারানোর পর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আদালতে রিট করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

রাজীবের খালা জাহানারা বেগম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ