খালেদা জিয়ার জামিনের আদেশ ১৫ মে

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ আগামী ১৫ মে। দুদক, রাষ্ট্রপক্ষ ও খালেদা জিয়ার আইনজীবীদের যুক্তিতর্কের মধ্য দিয়ে শুনানি শেষে আদেশের জন্য নতুন দিন ঠিক করা হয়। ৯ মে (বুধবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার

সদস্যের বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানি গ্রহণ করেন এবং ১৫ মে আদেশের জন্য দিন ঠিক করেন।
এর আগে এই দিন সকালে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মওদুদ আহমদ খালেদা জিয়ার জামিনের সপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। তাদের যুক্তিতর্ক শেষ হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান ৮ মে’র (মঙ্গলবার) মতো আজও জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন।

খুরশিদ আলম খান আদালতকে বলেন, ‘দুদকের স্থায়ী কোনো প্রসিকিউশন নেই। দুদক তাদের অস্থায়ীভাবে নিয়োগ দেয়। যে মামলা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়, শুধু সেই মামলাই তারা পরিচালনা করেন। মামলায় সাজা হলে মামলার সঙ্গে অনেক বিষয় জড়িত থাকে। এর সঙ্গে রাষ্ট্রও জড়িত। জরিমানা আদায়সহ নানা বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ভূমিকা থাকে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে। তার জামিন মঞ্জুর করে হাইকোটের্রও দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে, যার ওপর ৮ মে শুনানি শুরু হয়। গত ১৯ মার্চ আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টেও দেওয়া জামিন ওই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন। এ ছাড়া আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ