প্রজ্ঞাপনের দাবিতে রাজপথের কর্মসূচি স্থগিত, ধর্মঘট চলবে
মোস্তাফিজুর রহমান সুমন, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : কোটা সংস্কারের বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির দাবিতে ১৪ মে (সোমবার) সন্ধ্যায় সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।
১৪ মে (সোমবার) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনকারী নেতারা এ ঘোষণা দেন।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার ৩৩ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। বিভিন্ন পর্যায় থেকে বিতর্কিত বক্তব্য দেওয়া হচ্ছে। বিভিন্ন হয়রানি ও হামলার প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। তবে প্রধানমন্ত্রী আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে তিনি তার ঘোষণা বাস্তবায়ন করবেন। প্রধানমন্ত্রীর কথায় আস্থা রেখে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। আমরা কোটার সংস্কার চেয়েছিলাম। আমাদের পাঁচটি দাবি ছিল।’ প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন বলেও মন্তব্য করেন নুরুল হক।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কোটা সংস্কারের আন্দোলনের একপর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলন করে আসছেন।
ঢাকা : ১৪ মে ২০১৮ইং।