চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে ৯ নারীর মৃত্যু

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে ১৪ মে (সোমবার) ৯ নারীর মৃত্যু হয়েছে। নিহতের এ ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকের কথা জানিয়েছে পুলিশ। যদিও এর আগে স্থানীয় একজন প্রতিনিধির পক্ষ থেকে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের এসপি জাসানুজ্জামান মোল্লা এবিসিনিউজবিডিকে বলেন, ‘নিহতদের সবাই নারী। অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে।’

ঘটনার দিন সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম এবিসিইনউজবিডিকে বলেন, ‘স্থানীয় এক ব্যক্তির যাকাত দেওয়ার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ জড়ো হন। এর মধ্যে অনেকে গতরাত থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সকালে ওই ভিড় আরো ব্যাপক আকার ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্তত ৯ জন নারীর মৃত্যু খবর পাই।’

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া জানান, ‘৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসেন। অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ পর্যন্ত নিহতদের মধ্যে তিন জনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন- লোহাগাড়া উপজেলার কলাউজান ২নং ওয়ার্ডের আবদুস সালামের মেয়ে টুনটুনি বেগম (১৫), সাতকানিয়ার খাগরিয়ার মো. ইসলামের স্ত্রী হাছিনা আক্তার (৩৮) ও বান্দরবানের হাইতলীর ইব্রাহিমের স্ত্রী নূর আয়েশা (৩০)।

ঢাকা : ১৪ মে ২০১৮ইং।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ