সবার দৃষ্টি খুলনায়, কে হচ্ছেন নগর পিতা

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
খুলনা : সবার দৃষ্টি খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে। কি হবে ফলাফল, কে হবেন নতুন নগর পিতা? উৎসব মুখর পরিবেশ, উদ্বেগ, ক্ষোভ, ভয় সবই আছে কেসিসি নির্বাচনে। এসবের মধ্য দিয়ে ১৫ মে (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। কেসিসির মোট ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩৪ টিকেই ঝুঁকিপূর্ণ (কমিশনের ভাষায় গুরুত্বপূর্ণ) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মাত্র ৫৫টি সাধারণ বা ঝুঁকিমুক্ত কেন্দ্র রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি নগরীতে নেমেছে ১৬ প্লাটুন (প্রতি প্লাটুনে ৩০ জন) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।

খুলনা সিটি নির্বাচনে হারতে পারেন-এমন ভাবনা নেই আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক বা তার অনুসারীদের। ভোটে জিতে গেছেন, শেষ সময়ে এসে এমনই মনোভাব এখানকার সরকারি দলের নেতাদের।

অন্যদিকে বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীদের মনে নানা শঙ্কা। শেষ সময়ে সরকারি দল কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ বা ক’টকৌশলের আশ্রয় নেয় কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। এ জন্য ব্যালট পেপার ভোটের দিন ভোরে কেন্দ্রে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন বিএনপির প্রার্থী। তবে এটা সরাসরি নাকোচ কওে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। এবিসিনিউজবিডিকে তিনি বলেন, সকাল আটটায় ভোট গ্রহণ শুরু। ওই দিন সকালে ব্যালট পেপার পাঠিয়ে ভোট নেওয়া কীভাবে সম্ভব?

১৪ মে (রবিবার) ভোর পর্যন্ত গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীর সংখ্যা দেড়’শ ছাড়িয়েছে বলে দাবি করেছে বিএনপি। অবশ্য পুলিশ বলছে, তারা মামলার আসামি ধরছে। আর এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেক এবিসিনিউজবিডিকে বলেন, পুলিশ অপরাধীদের ধরছে বলেই নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু আছে।

এ নির্বাচন এবার কয়েকটি কারণে কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে। এই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে দুই দল জেতার জন্য মরিয়া। দুই দলই এমন দুজনকে প্রার্থী করেছে, যারা শুরুতে এই ভোটে আসতে চাননি। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের প্রার্থী হতে বাধ্য করেছে। দুজনই শক্তপ্রার্থী হিসেবে পরিচিত।

খুলনা : ১৫ মে ২০১৮ইং।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ