খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় ১৬ মে
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর রায় ঘোষণার জন্য ১৬ মে (বুধবার) তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
১৫ মে (মঙ্গলবার) উভয়পক্ষের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য ১৬ মে তারিখ নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় দুর্নীতি দমন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।