খুলনার নতুন নগর পিতা হলেন খালেক
আশিক মাহমুদ, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি (১৬ মে ২০১৮).
খুলনা : খুলনার নতুন নগর পিতা হলেন খালেক। ১৫ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে (ধানের শীষ) বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) তালুকদার আবদুল খালেক।
এই দিন (মঙ্গলবার) রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।
সর্বশেষ বিভিন্ন উৎস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ প্রার্থী খালেককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।
ফলাফলে দেখা যায়, ২৮৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে দেখা যায়- এখানে (খুলনা সিটি কর্পোরেশন) মোট ভো কেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এর মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি ২৮৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন- ১৭৬৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন- ১০৮৯৫৬ ভোট।