খুলনার ফলাফল প্রত্যাখ্যান বিএনপির, সিইসির পদত্যাগ দাবি

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপির পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, ১৫ মের (মঙ্গলবার) ‘ভোট’ নিরস্ত্র ভোটারদের ওপর ‘অবৈধ’ সরকারের ‘অবৈধ ক্ষমতা’ প্রদর্শন ছাড়া আর কিছুই নয়।

১৬ মে ২০১৮ (বুধবার) দুপুরে নয়াপল্টনে দলীয় অফিসে আায়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার লজ্জায় গণমাধ্যমের সামনে আসেননি। তবে ইসি সচিব গণমাধ্যমকে বলেছেন- খুলনায় চমৎকার ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। উনি ঠিকই বলেছেন ওইখানকার ভোটের পরিবেশই হচ্ছে ‘শেখ হাসিনা মার্কা’ নির্বাচন-যে নির্বাচনে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছেলে একই সঙ্গে বাবার সঙ্গে ভোট দিতে পারে। কেন্দ্রে যাবার আগেই ভোটারদেও ভোট দেওয়া হয়ে যায়। পুলিশের সহায়তায় কেন্দ্র দখল করে ভোট ডাকাতির উৎসব চলে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও ব্যালট পেপার আগেই শেষ হয়ে যায়। কেন্দ্র দখল করে আধা ঘণ্টায় ১২০০ ভোট দেওয়া হয়।

ঢাকা : ১৬ মে ২০১৮ইং।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ