চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ১৮ মে
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস রমজান শুরু হচ্ছে ১৮ মে (শুক্রবার)। আগামী ১২ জুন (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। ১৬ মে সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ১৬ মে (বুধবার) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
রমজান শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দেখা মিলবে। এবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ১৭ মে (বৃহস্পতিবার) থেকে রমজান শুরু হয়েছে।
ঢাকা : ১৬ মে ২০১৮ইং।