আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে খালেদা জিয়াকে
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরদিনই আরও দুটি মামলায় খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আদেশ হয়েছে ঢাকার হাকিম আদালত থেকে।
মানহানির এই দুটি মামলায় ঢাকার মহানগর হাকিম আদালতের দুজন হাকিম ১৭ মে (বৃহস্পতিবার) পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ এজলাসে বসে আলাদা আদেশে পরোয়ানা কার্যকর করতে বলেন।
জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দ্রুত বিএনপি চেয়ারপারসনকে হাই কোর্টের জামিন আদেশ বহাল রেখে ১৬ মে (বুধবার) রায় দেয় আপিল বিভাগ।
কিন্তু আরও অন্তত ৬টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় আপাতত মুক্তি মিলছে না গত তিন মাসের বেশি সময় ধরে কারাবন্দি খালেদার।
সেই মামলাগুলোর সঙ্গে এখন মানহানির এই মামলা দুটি যোগ হচ্ছে। এই মামলাগুলোর একটি হয়েছে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে, আরেকটি ১৫ অগাস্ট জন্মদিন পালন প্রসঙ্গে।