মাদকের বিরুদ্ধে অভিযান চলবেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আশিক মাহমুদ, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : দেশের ভবিষ্যৎ মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ-র্যাব অভিযান পরিচালনা করছে। এটা সবসময় চলবেই। জনগণকে সঙ্গে নিয়ে মাদককে রুখবোই।
২০ মে ২০১৮ (রবিবার) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শীর্ষক র্যাবে দেশব্যপী সচেতনতা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমানতালে অভিযান চলবে বলে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। প্রধনমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে।’
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণাসহ যা যা করা দরকার, তার সবকিছু করা হবে। পাশাপাশি অভিযান চলবে। জনগণকে সম্পৃক্ত কওে যেকোনও মূল্যে মাদক রুখে দাঁড়াবো।’
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে জাতিগত যুদ্ধ করতে হবে। ৭১ সালের পর বিভিন্ন ঐক্যবদ্ধ যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। এবারও আশা করি এর একটা ভালো ফল পাব, বিজয়ী হবো।’ তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত স্পষ্ট। মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার পর্যন্ত, সে যেই হোক, তাকে এই কাজ ছাড়তে হবে।’