অভিনেত্রী তাজিনের মৃত্যু, শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে
নজরুল ইসলাম, সাংস্কৃতিক প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ছোট পর্দার জনপ্রিয় তারকা তাজিন আহমেদ আর নেই। ২২ মে ২০১৮ (মঙ্গলবার) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
২২ মে (মঙ্গলবার) সকাল ১০টায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার রিজেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাজিন আহমেদের মৃত্যুতে গোটা সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর শুরুটা মঞ্চনাটক দিয়ে। এরপর ১৯৯১ সালে বিটিভির ‘চেতনা’ নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন। তার মা দিলারা জলির প্রোডাকশন হাউস ছিল। মায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তাজিন। টিভি নাটকে অভিনয় ও উপস্থাপনা তাকে পরিচিতি এনে দেয়। তার অভিনীত ‘আঁধারে ধবল দৃপ্তি’ অনেক বেশি প্রশংসিত হয়।