কৃষকলীগ নেতা বলেই বন্দুক যুদ্ধ নয় ?

মোস্তাফিজুর রহমান সুমন, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ঢাকার মুগদায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার কৃষক লীগ নেতা মো. আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষাপটে ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ ২২ মে ২০১৮ (মঙ্গলবার) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই মো. মুজিবুর রহমান সকালে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, ২১ মে (সোমবার) মুগদার ওয়ালটন গলিতে পুলিশের অভিযান চলাকালে আখতারুজ্জামানের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে ৫২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পুলিশে ভাষ্য মতে, আটক আসামি ক্ষমতাসীন দলের নেতা দীর্ঘ দিন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেছেন।

আখতারুজ্জামান দীর্ঘ দিন ধরে মুগদা থানা এলাকায় মাদক ব্যবসা করছেন এবং ঘটনার দিন ৫২টি ইয়াবাসহ আটকের পরও বন্দুক যুদ্ধের শিকার হলেন না। অথচ গত এক সপ্তাহে একই অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া অন্তত ৪০ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ক্রস ফায়ারে। মুগদা এলাকার অনেকেই আখতারুজ্জামানকে ভাগ্যবান বলে আখ্যায়িত করেছেন। স্থানীয়রা মনে করেন, আটক আখতারুজ্জামান কৃষক লীগ নেতা বলেই হয়তো পার পেয়ে গেলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ