কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করছে কারা?
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবীতে রাজপথে বেড়িয়ে আসা ছাত্ররা দু’য়েকদিন পরপরই হামলার শিকার হচ্ছেন। ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সব মহলে এসব ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই রিপোর্ট লেখার সময় ২৩ মে ২০১৮ (বুধবার) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক নেতার ওপর হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা নিন্দা জানিয়েছেন।
আহত এপিএম সুহেল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদাতা এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক।
২ মে (বুধবার) বিকালে পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন তিনি। তাকে ধূপখোলার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার সাথে থাকা রাইসুল ইসলাম নয়ন এবিসিনিউজবিডিকে বলেন, পরীক্ষা শেষে বিকাল ৩টার দিকে সুহেল ভিক্টোরিয়া পার্কের কাছে গেলে ১০-১২ জনের একটি দল তার পথ রোধ করে বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে নিয়ে আসে।
‘সেখানে তারা রড ও কাঠ দিয়ে এলোপাতাড়ি মেরে সুহেলকে ফেলে রাখে যায়। এ সময় তার ঠোট, হাতসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।’
কারা হামলা করেছে জানতে চাইলে সুহেলের সঙ্গে হাসপাতালে থাকা তার এক বন্ধু এবিসিনিউজ বিডিকে বলেন, ‘তাদের কাউকেই চিনতে পারিনি। তবে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ধরণা করা হচ্ছে।’