নাইট শিফটে সহকর্মীকে গণধর্ষণ : দুই কর্মকর্তা রিমান্ডে
মোস্তাফিজুর রহমান সুমন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে এক পোশাক শ্রমিক (১৮) গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই প্রতিষ্ঠানের ফিনিশিং ইনচার্জ শাহিনুর ও ফ্লোর ইনচার্জ রুবেল হোসেনকে। তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৯ মে ২০১৮ (মঙ্গলবার) অভিযুক্ত দুই জনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুল হক ডাবলু। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাসিস্ট্রেট আফসানা আবেদীন দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, কাঠগড়া দুর্গাপুর এলাকায় ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। গত ২৩ মে (বুধবার) জরুরি শিফমেন্টের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নাইট করায়। পরে কারখানার চারতলায় নাইট শিফটের কাজ করার সময় ওই কারখানার এক শ্রমিককে কারখানার ভেতরে ধর্ষণ করে কারখানার ফিনিশিং ইনচার্জ শাহিনুর ও ফ্লোর ইনচার্জ রুবেল হোসেন।