‘মাদকের তালিকা নিয়ে ভেতরে এক ধরনের বাণিজ্য চলছে’
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি তালিকা ধরে ধওে দেশজুড়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তবে ওই তালিকা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধ নিয়ে নানান প্রশ্ন আছে জনমনে। অভিযোগ আছে, তালিকায় মাদক ব্যবসায়ীদের নাম রাখা বা কেটে দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে এক ধরনের বাণিজ্য চলছে। এ ছাড়া, মাদকবিরোধী অভিযানে প্রায়ই বিচার-বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটছে, যা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা। আর এ কারণে মাদকবিরোধী অভিযান শুরু করে সরকার আলোচিত হওয়ার চেয়ে সমালোচিত হচ্ছে বেশি।
৩১ মে ২০১৮ (বৃহস্পতিবার) বিকালে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ‘মাদক নির্মূল অভিযান’ শীর্ষক বৈঠকিতে আলোচকরা এসব কথা বলেন। পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার কওে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়।
এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন মানবাধিকার কর্মী নূর খান, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিল, কবি ও সাংবাদিক মাসুদা ভাট্টি, অনলাইন অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু।