ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১২ কিলো-মিটার, সংস্কার না হলে চরম ভোগান্তি

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আর কদিন পরেই বাড়ির উদ্দেশে ছুটবে মানুষ। কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেহাল অবস্থা। কোথাও রাস্তা ভাঙা, কোথাও জলাবদ্ধতা। সারাক্ষণ লেগে থাকে যানজট।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অংশের দূরত্ব ১২ কিলোমিটার। রয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি। এ ছাড়া বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের কারণে বিভিন্ন স্থানে সড়কের ওপর জমে আছে নোংরা তরল। যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারে না। ফলে সারাক্ষণ যানজট লেগেই থাকে। দুর্ভোগ পোহাতে হয় বাসচালক ও যাত্রীদের।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ এবিসিনিউজবিডিকে বলেন, চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ভাঙা ও খানাখন্দ আছে। এর মধ্যে কিছু সংস্কার করা হয়েছে। সংস্কারকাজ নিম্নমানের হওয়ায় বৃষ্টি হলেই কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হবে। সড়ক বিভাজকে ৩০টি ইউটার্ন থেকে কমপক্ষে ১০টি কমাতে হবে। এসব পদক্ষেপ না নিলে ঈদযাত্রায় দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ